শিরোনাম

মেহেরপুর, ১ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলার গাংনী উপজেলার রায়পুর ইউনিয়ন বিএনপির আয়োজনে গণসংযোগ ও পথসভা হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন এবং ধানের শীষের পক্ষে জনসম্পৃক্ততা বাড়াতে গতকাল (শুক্রবার) এসব কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর ২ (গাংনী) আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন। প্রধান বক্তা ছিলেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আসাদুজ্জামান বাবলু। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা কৃষক দলের আহ্বায়ক মাহাবুবুর রহমান।
পথসভায় সভাপতিত্ব করেন রায়পুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. নাসির উদ্দীন। আরও উপস্থিত ছিলেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মতিয়ার রহমান মোল্লা, জেলা কৃষকদলের সদস্য সচিব মিজানুর রহমান, বিএনপি নেতা সাজেদুর রহমান বুলবুল, পৌর জাসাসের সদস্য সচিব সুলেরী আলভি, মেহেরপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হোসেন, কাজিপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান বকুল, গাংনী পৌর যুবদলের যুগ্ন আহবায়ক সুমন বাদশা খানসহ রায়পুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।
বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।