বাসস
  ৩১ অক্টোবর ২০২৫, ১৯:৫৯
আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ২০:৫৩

চাঁদপুরে অনিয়মের দায়ে ১৩টি যানবাহনকে জরিমানা, গাড়ি জব্দ 

শুক্রবার চাঁদপুরে ফিটনেস বিহীন, লাইসেন্স বিহীন যানবাহনে তল্লাশি চালিয়েছে যৌথ বাহিনী। ছবি: বাসস

চাঁদপুর, ৩১ অক্টোবর ২০২৫ (বাসস): জেলার সদর উপজেলায় আজ ফিটনেস বিহীন গাড়ী, লাইসেন্স বিহীন চালক, অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেট বিহীন মোটরসাইকেল চালানো সহ বিভিন্ন অনিয়মের দায়ে ১৩টি যানবাহনকে মোট ৫৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আজ শুক্রবার চাঁদপুর সদরের বাবুরহাট বাজার এলাকায় চাঁদপুর- কুমিল্লা আঞ্চলিক সড়কে যৌথ বাহিনীর চেক পোস্ট বসিয়ে অভিযানকালে এ জরিমানা করা হয়। 

শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান এসব তথ্য নিশ্চিত করেন।

লেফটেন্যান্ট জাবিদ হাসান জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত চাঁদপুর সদরের বাবুরহাট বাজার এলাকায় চাঁদপুর- কুমিল্লা আঞ্চলিক সড়কে চেক পোস্ট বসিয়ে যৌথ বাহিনী ১৩৮টি যানবাহনে তল্লাশি করে। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে মোটরসাইকেল চালক ও প্রাইভেট গাড়ির বিরুদ্ধে ১৩ মামলায় ৫৮ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া লাইসেন্স ছাড়া একটি গাড়ি জব্দ করা হয়েছে।

তিনি জানান,দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।