বাসস
  ২০ অক্টোবর ২০২৫, ১৭:১০

মাদারীপুরের কালকিনিতে শুরু হচ্ছে দুই দিনব্যাপী কুন্ডুবাড়ির মেলা 

মাদারীপুরের কালকিনিতে শুরু হচ্ছে দুই দিনব্যাপী কুন্ডুবাড়ির মেলা। ছবি: বাসস

মাদারীপুর, ২০ অক্টোবর ২০২৫ (বাসস): জেলার কালকিনি উপজেলার ঐতিহ্যবাহী ভুরঘাটা কুন্ডুবাড়ি মেলা আগামীকাল মঙ্গলবার থেকে শুরু  হতে যাচ্ছে। 

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতিবছর পাঁচ দিনব্যাপী এ ভুরঘাটা কুন্ডুবাড়ি মেলা অনুষ্ঠিত হলেও এ বছর শুধু দুই দিন ২১ ও ২২ অক্টোবর এ মেলার অনুমতি দেওয়া হয়েছে।  গত বছর এ মেলা অনুষ্ঠিত হয়েছিল তিন দিনব্যাপী।

স্থানীয় সূত্র জানায়, প্রতিবছর মেলায় অশ্লীলতা, মাদক, জুয়া ও চাঁদাবাজিসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ উঠে আসছিল। আর এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর কালকিনির ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় এ মেলা বন্ধের দাবিতে মানববন্ধন করা হয়। পরবর্তীতে মেলা কমিটির আবেদনের প্রেক্ষিতে সীমিত আকারে দুই দিনের অনুমতি প্রদান করে প্রশাসন।  

গতকাল রোববার দুপুরে জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার এ মেলার অনুমতি দেন।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন বলেন, “দুই দিনের জন্য কুন্ডুবাড়ি মেলার অনুমতি দেওয়া হয়েছে। মেলা নির্বিঘ্নে সম্পন্ন করতে বেশ কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে।”

প্রশাসন সূত্র জানিয়েছে, মেলায় শৃঙ্খলা বজায় রাখতে ১৫টি শর্ত আরোপ করা হয়েছে। এর মধ্যে রয়েছে অসামাজিক কর্মকান্ড বন্ধ, জুয়া ও মাদক বিক্রি নিষিদ্ধ, উচ্চস্বরে শব্দযন্ত্র ব্যবহার পরিহার, অবৈধ পণ্য বিক্রয় বন্ধ, ঢাকা-বরিশাল মহাসড়কের ওপর দোকান বসানো নিষিদ্ধ এবং রাত ১১টার পর দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা।

মেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে বিশেষ নজরদারি কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানা গেছে।