বাসস
  ২০ অক্টোবর ২০২৫, ১৫:১১

জয়পুরহাটে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস 

জয়পুরহাটে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত। ছবি: বাসস

জয়পুরহাট, ২০ অক্টোবর, ২০২৫ (বাসস) : বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশের ন্যায় জয়পুরহাটে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা জেলা প্রশাসন চত্ত্বর থেকে র‌্যালি বের হয়। এটি কালেক্টরেট চত্ত্বর ঘুরে জেলা প্রশাসন কার্যালয়ে গিয়ে শেষ হয়। 

র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিস এসব কর্মসূচির আয়োজন করে। 

জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেসমিন নাহার, জেলা পরিসংখ্যান কর্মকর্তা আতাউর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সুলতান মাহমুদ, আক্কেলপুর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আতিকুর রহমান প্রমুখ।