বাসস
  ২০ অক্টোবর ২০২৫, ১৪:৫৮

ঝিনাইদহে বেসরকারি শিক্ষকদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা

ছবি : বাসস

ঝিনাইদহ, ২০ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার হরিণাকুণ্ডুতে বেসরকারি শিক্ষা ব্যবস্থায় বৈষম্য ও প্রতিকার শীর্ষক মতবিনিময় সভা করেছে বিএনপি।

হরিণাকুণ্ডু উপজেলা বেসরকারি শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আয়োজনে আজ সোমবার বেলা ১১টায় উপজেলা মিলনায়তনে বেসরকারি শিক্ষকদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এম.এ মজিদ।

উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবুল হোসেন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা মহিলা দলের সভাপতি অধ্যক্ষ কামরুন্নাহার লিজি, বেসরকারি শিক্ষক কর্মচারী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মো. কামাল উদ্দীন, বাংলাদেশ শিক্ষক সমিতি ঝিনাইদহ জেলা শাখার আহ্বায়ক মো. আশরাফুল ইসলাম, হরিণাকুণ্ডু পৌর বিএনপির সভাপতি জিন্নাতুল হক খাঁন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিচুর রহমান।

সভায় বক্তারা বলেন, শিক্ষকরা জাতি গড়ার কারিগর। যোগ্য, সচেতন ও কল্যাণকর নাগরিক গঠনে শিক্ষকরাই অগ্রণী ভূমিকা পালন করেন। কিন্তু বছরের পর বছর ধরে বেসরকারি শিক্ষক কর্মচারীদের সাথে বৈষম্য করা হয়েছে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের যে বেতন দেয়া হয়, তাতে সংসার চলে না। বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষকদের সঙ্গে নোংরা রাজনীতি করেছে। আশ্বাস দিয়েও হাসিনার আওয়ামী লীগ সরকার শিক্ষকদের কোনো কল্যাণ করেনি।

প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ বলেন, শিক্ষকরা জাতির প্রাণ। শিক্ষকরা ভালো থাকলে শিক্ষার পরিবেশ উন্নত হবে। বর্তমান সরকারের প্রতি আহ্বান, তারা যেন শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফায় শিক্ষা উন্নয়নের সুস্পষ্ট রূপরেখা দেয়া হয়েছে। বিএনপি সরকার গঠন করলে শিক্ষকদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে।