বাসস
  ২০ অক্টোবর ২০২৫, ১৩:৩৩

বাগেরহাটে পুলিশ সদস্যদের নির্বাচনী প্রশিক্ষণ শুরু

সোমবার বাগেরহাট পুলিশ লাইন্সে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনে পুলিশ সদস্যদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। ছবি : বাসস

বাগেরহাট, ২০ অক্টোবর, ২০২৫ (বাসস): নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনে বাগেরহাটে পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কোর্স (৪র্থ ব্যাচ) শুরু হয়েছে। 

আজ সোমবার বাগেরহাট পুলিশ লাইন্সে তিন দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এতে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। এই কোর্সের মাধ্যমে অংশগ্রহণকারীরা নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটাধিকার সুরক্ষা এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের গুরুত্বপূর্ণ দিকগুলো সম্পর্কে বাস্তব শিক্ষা লাভ করবেন।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু রাসেল, অতিরিক্ত  পুলিশ সুপার মহিদুল ইসলাম, বাগেরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উল হাসানসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও ফোর্স।