বাসস
  ২০ অক্টোবর ২০২৫, ১৩:২৬

পরিসংখ্যান দিবসে মেহেরপুরে র‌্যালি ও সভা

মেহেরপুরে বিশ্ব পরিসংখ্যান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। ছবি: বাসস

মেহেরপুর, ২০ অক্টোবর, ২০২৫ (বাসস) : ‘সবার জন্য মানসম্মত পরিসংখ্যান’ প্রতিপাদ্যে মেহেরপুরে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। 

এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১০ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিস আয়োজিত পরিসংখ্যান দিবসে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। স্বাগত বক্তব্য দেন জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) বশির উদ্দিন।

মুজিবনগর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পার্থ সারথি শীল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জীব মৃধা, জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, ইসলামীক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মুনির, জেলা জনস্বাস্থ্য অফিসের নিবার্হী প্রকৌশলী মসলে উদ্দিন, ব্র্যাকের জেলা সমন্বয়কারী শেখ মনিরুল হুদা প্রমুখ।

আলোচনা সভার আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের নেতৃত্বে একটি র‌্যালি বের হয়ে।

সেটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় গিয়ে শেষ হয়। র‌্যালি ও আলোচনা সভায় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, এনজিও প্রতিনিধি, সুধীজন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।