বাসস
  ২০ অক্টোবর ২০২৫, ১২:২৯

হাবিপ্রবিতে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু ২৩ অক্টোবর  

দিনাজপুর হাবিপ্রবি'র প্রধান ফটক। ছবি: বাসস

দিনাজপুর, ২০ অক্টোবর, ২০২৫ (বাসস) : দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ৩ দিনব্যাপী আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৩ থেকে ২৫ অক্টোবর এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

আজ সোমবার সকাল ১০ টায় দিনাজপুর হাবিপ্রবি’র জনসংযোগ বিভাগের পরিচালক মো. খাদেমুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, হাবিপ্রবি ছায়া জাতিসংঘ সংস্থার উদ্যোগে আয়োজিত এ সম্মেলন তরুণ প্রজন্মের নেতৃত্ব বিকাশ, কূটনৈতিক দক্ষতা, গবেষণা ও নৈতিক মূল্যবোধ চর্চার এক অনন্য প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে।

সম্মেলনের সেক্রেটারি জেনারেল ফাহিম আল মাহমুদ বলেন, আমাদের এবারের সম্মেলন তরুণ প্রজন্মের নেতৃত্ব চর্চার জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে। এই আয়োজন তরুণদের মধ্যে ঐক্য, সাহস ও মানবিক চেতনা জাগ্রত করার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে।

তিনি জানান, এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য অনুপ্রাণিত হয়েছে ১৮৫৫ সালের ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ থেকে, যা উপমহাদেশের প্রথম বৃহৎ আদিবাসী গণ-

আন্দোলন। সাঁওতালদের সাহস ও ন্যায়ের লড়াই আমাদের শেখায়, নিপীড়িত জনগণও ঐক্য, ধৈর্য ও চেতনার মাধ্যমে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারে।

সম্মেলনে জাতিসংঘ ও বৈশ্বিক কূটনীতির গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করার নয়টি ভিন্নধর্মী কমিটি গঠন করা হয়েছে।

সম্মেলনে দেশের ৪০টির বেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ৩০০ প্রতিনিধি অংশগ্রহণ করবেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে ও শিক্ষকবৃন্দের সার্বিক সহযোগিতায় ৭০ জন সেক্রেটারিয়েট সদস্য নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন।

ওই সূত্রটি জানায়, এই সম্মেলন তরুণদের কূটনীতি, সমঝোতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়ক হবে। আমরা আশা করি, অংশগ্রহণকারীরা এখান থেকে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি ও মানবিক মূল্যবোধের চর্চায় অনুপ্রাণিত হবেন।

উল্লেখ্য, হাবিপ্রবি আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন (এইচএসটিইউ এমইউএনএ) প্রতি বছর দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে অনুষ্ঠিত হয়ে থাকে। 

হাবিপ্রবি’র রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু হাসান জানান, হাবিপ্রবিতে আয়োজিত আন্তর্জাতিক জাতিসংঘ ছায়া সম্মেলন প্রস্তুতির কার্যক্রম চলছে। এই সম্মেলন সফল করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন।