বাসস
  ১৯ অক্টোবর ২০২৫, ১৯:২৪

খুলনায় অনিবন্ধনকৃত ৩২টি ইজিবাইক আটক

অনিবন্ধনকৃত ৩২টি ইজিবাইক আটক। ছবি : বাসস

খুলনা, ১৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : খুলনা মহানগরী এলাকায় চলাচলরত বহিরাগত ও অনিবন্ধনকৃত ব্যাটারি চালিত ইজিবাইক আটকে আজ থেকে অভিযান শুরু হয়েছে।

নগরীর যানজট নিরসনের লক্ষ্যে আজ রোববার থেকে খুলনা সিটি কর্পোরেশন ও খুলনা মেট্রোপলিটন পুলিশের ট্রফিক বিভাগ যৌথভাবে এ অভিযান পরিচালনা শুরু করে।

অভিযানের ১ম দিনে অনিবন্ধনকৃত ৩২টি ইজিবাইক আটক করে জোড়াগেটস্থ ট্রাফিক অফিসে হস্তান্তর করা হয়। নগরবাসীর স্বাচ্ছন্দে চলাচলের সুবিধার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

এ অভিযানে অংশগ্রহণ করেন কেসিসি’র সিনিয়র লাইসেন্স অফিসার মো. মনিরুজ্জামান রহিম, মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর মো. জহিরুল ইসলাম, টিএসআই মো. রেজাউল করিম, কেসিসি’র লাইসেন্স অফিসার শেখ মো. দেলওয়ার হোসেন ও খান হাবিবুর রহমানসহ লাইসেন্স ইন্সপেক্টর এবং কেএমপি’র পুলিশ সদস্যগণ।