বাসস
  ১৯ অক্টোবর ২০২৫, ১৬:৩৮

বরিশাল জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

ছবি : বাসস

বরিশাল, ১৯ অক্টোবর, ২০২৫ (বসস) : বরিশাল জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোবার জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে মডেল নির্বাচন। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সবাইকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। এদেশের জনগণ এবং বিদেশী পর্যবেক্ষকদের বিগত সময়ের নির্বাচন নিয়ে যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে এবারের নির্বাচন দিয়ে আমরা সে ধারণা পাল্টে দিতে চাই। এসময় তিনি ভোটকেন্দ্রগুলোকে ভোটদানে উপযুক্ত করার পাশাপাশি ভোটারদের চলাচল নির্বিঘ্নে রাস্তাগুলো মেরামতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা প্রদান করেন।

জেলা প্রশাসক বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকারি সকল দপ্তরকে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে। তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে প্রকৃত ভাতাভোগীদের তালিকা প্রণয়ন করে ভুয়া এবং মৃত ভাতাভোগীদের বাদ দিতে হবে। অবৈধ বালু উত্তোলন বন্ধের পাশাপাশি বৈধ বালু মহালের কারণে যদি নদীর পাড় ভাঙে ও লোকালয়ে জনগণের জীবনে ব্যাঘাত ঘটে এবং কোন ইজারাদার যদি সরকারি নীতিমালা অনুসরণ করে বালু উত্তোলন না করে সেসকল বালু মহাল বাতিল করারও নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক।

অতিরিক্ত জেলা প্রশাসক লুসিকান্ত হাজং এর সঞ্চালনায় সভায় এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এস এম মঞ্জুর-এ-এলাহী, জেলা পর্যায়ের সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ।