বাসস
  ১৯ অক্টোবর ২০২৫, ১৫:৪২

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে ডাকাত সর্দার গ্রেফতার

চট্টগ্রামে ডাকাতি মামলার আসামি এক ডাকাত সর্দারকে গ্রেফতার করেছে র‌্যাব। ছবি: বাসস

চট্টগ্রাম, ১৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামে ডাকাতি মামলার আসামি এক ডাকাত সর্দারকে গ্রেফতার করেছে র‌্যাব। 

আজ রোববার (১৯ অক্টোবর) চট্টগ্রাম র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার সীতাকুণ্ড থানার দক্ষিণ ঈদিলপুর এলাকায় র‌্যাবের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃত ডাকাত সর্দারের নাম শ্রী নিরঞ্জন দাস (৪০)।

নিরঞ্জন দাস চট্টগ্রামের সন্দ্বীপ থানার সারিকাইভ এলাকার প্রফুল্ল কুমার দাসের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে চট্টগ্রাম মহানগরের কোতোয়ালী থানায় দায়ের হওয়া একটি ডাকাতি মামলার প্রধান আসামি শ্রী নিরঞ্জন দাস সীতাকুণ্ড এলাকায় অবস্থান করছে। ওই তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

চট্টগ্রাম র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে চট্টগ্রাম অঞ্চলের সদরঘাট নৌ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।