বাসস
  ১৯ অক্টোবর ২০২৫, ১৪:৪০

কুড়িগ্রামে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুড়িগ্রাম, ১৯ অক্টোবর, ২০২৫(বাসস) : জেলার  ফুলবাড়ীতে থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। 

ফুলবাড়ী থানা পুলিশ জানায়, গতকাল শনিবার রাত সাড়ে ৯ টার দিকে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকারের নেতৃত্বে একদল পুলিশ সদস্য গোপন সংবাদের ভিত্তিতে উত্তর কাশিপুর মৌজার তেলীপাড়া গ্রামস্থ ঘুঘুরহাট টু-নাগেশ্বরী গামী পাকা রাস্তায় অবস্থান নেন। সেখানে কিছুক্ষণ থাকার পরে একটি সিএনজি আসলে থামানোর সিগন্যাল দেন। 

পরে সিএনজি থামিয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে খোরশেদ আলম ও শফিকুল ইসলাম  কে আটক করতে সক্ষম হলেও মাদক ব্যবসায়ী নুর আলম  পালিয়ে যায়। পরে সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশী করে সিএনজির ভিতর থেকে তিনটি পৃথক পাটের বস্তার মধ্যে পলিথিন, স্কচটেপ ও সুতলি দিয়ে মোড়ানো অবস্থায় ৭৫ কেজি গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত  দুই মাদক ব্যবসায়ী হলেন উপজেলার সদর ইউনিয়নের বুদারবান্নি এলাকার মৃত রজব আলীর ছেলে খোরশেদ আলম (৩৮) ও একই উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের খলিশাকোঠাল এলাকার মৃত সমসের আলীর ছেলে সফিকুল ইসলাম (৫০)।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, পুলিশ বাদী হয়ে গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীসহ পলাতক সাতজন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।