শিরোনাম
চট্টগ্রাম উত্তর, ১৯ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলার সীতাকুণ্ড থেকে ডাকাতি মামলার আসামি ডাকাত সর্দার শ্রী নিরঞ্জন দাসকে (৪০) গ্রেফতার করেছে র্যাব। শ্রী নিরঞ্জন দাস সন্দ্বীপ উপজেলার সারিকাইভ ইউনিয়নের প্রফুল্ল কুমার দাসের পুত্র।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল শনিবার দুপুরে সীতাকুন্ড থানাধীন দক্ষিণ ঈদিলপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে চট্টগ্রামের র্যাব-৭।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম অঞ্চলের সদরঘাট নৌ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।