বাসস
  ১৯ অক্টোবর ২০২৫, ১১:৪৩

নাটোরে ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

১১তম নাটোর জেলা কোর্স ফর রোভার মেট অনুষ্ঠানে ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত। ছবি: বাসস

নাটোর, ১৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : ১১তম নাটোর জেলা কোর্স ফর রোভার মেট অনুষ্ঠানে ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত হয়েছে। জেলা রোভারের কমিশনার ড. আল আমিন ইসলাম গতকাল শনিবার রাত নয়টায় জেলা স্কাউট ভবন প্রাঙ্গণে এ ক্যাম্প ফায়ার উদ্বোধন করেন।

জেলা রোভারের সম্পাদক জাকিরুল ইসলাম এবং কোর্সের টিম লিডার আব্দুল মোত্তালেব অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭৬জন রোভার এই ক্যাম্প ফায়ারে তাদের সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন। এরমধ্যে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ আবু সাঈদকে নিয়ে নাটিকা, বাল্যবিবাহ রোধে স্কাউট্সের ভূমিকা শীর্ষক নাটিকা এবং পাঁচটি টিমের কোরাস গান এবং নাচ পরিবেশন করা হয়।

এর আগে গত ১৬ অক্টোবর থেকে চার দিনব্যাপী ১১তম নাটোর জেলা কোর্স ফর রোভার মেট শুরু হয়। সমসাময়িক বিভিন্ন ইস্যু এবং স্কাউট আন্দোলনের মৌলিক বিষয়াদি ও সাংগঠনিক কাঠামো, ডেন ব্যবস্থাপনা, সেফ ফ্রম হার্ম, ম্যানারস্ অ্যান্ড এটিকেট, নেতৃত্ব উন্নয়ন এবং  ক্রু কাউন্সিল গঠন সেশন পরিচালিত হয়েছে। রোভার সদস্যবৃন্দ নাটোরের রাণীভবানী রাজবাড়ি এবং উত্তরা গণভবন পরিদর্শন করেন। আজ  রোববার সনদপত্র বিতরণের মাধ্যমে রোভার মেট কোর্স শেষ হবে।