বাসস
  ১৮ অক্টোবর ২০২৫, ১৮:৩৮

মুন্সীগঞ্জে ৮ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

মুন্সীগঞ্জে আজ ৮ লাখ মিটার কারেন্ট জাল জব্দ। ছবি : বাসস

মুন্সীগঞ্জ, ১৮ অক্টোবর ২০২৫ (বাসস): জেলার লৌহজং উপজেলায় আজ মা ইলিশ সংরক্ষণ অভিযানকালে পদ্মা নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে ১০ জেলেকে মোট ৩৩ হাজার সাতশ’ টাকা জরিমানা এবং ৮ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

আজ শনিবার লৌহজং উপজেলায় পদ্মা নদীতে শামুর বাড়ী এবং ডহরী এলাকায় মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. রেজাউল করিমের নেতৃত্বে অভিযানকালে এসব কারেন্ট জাল জব্দ ও জরিমানা করা হয়।

লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলাম জানান, শনিবার অভিযানকালে নিষেধাজ্ঞার সময়ে নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে ১০ জন জেলেকে আটক এবং আটলাখ মিটার অবৈধ কারেন্ট জব্দ করা হয়। এ সময় তাদের নিকট থেকে প্রায় ৩৫ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়। 

পরে ভ্রাম্যমান আদালত আটককৃত ১০ জনকে মোট ৩৩ হাজার সাতশ’ টাকা জরিমানা করে। 

তিনি জানান, পরে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস এবং উদ্ধারকৃত ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় প্রদান  হয়েছে। 

অভিযানকালে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নেছার উদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন চার্লস জিকো বম, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ পারভেজ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলাম -সহ কোস্ট গার্ড ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।