শিরোনাম
পটুয়াখালী, ১৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়নে বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সহ দফতর সম্পাদক মুনির হোসেন গণসংযোগ ও মোটরসাইকেল শোভাযাত্রা করেন।
আজ শনিবার সকাল ৯ টা থেকে শুরু করে বিকেল ৩ টা পর্যন্ত এ পথসভা অনুষ্ঠিত হয়।
দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে চন্দ্রদ্বীপ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে শোভাযাত্রা করা হয়। এবং ইউনিয়নের নয়টি ওয়াডের প্রত্যেকটি ওয়ার্ড একটি করে পথসভা করেছে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ দফতর সম্পাদক মুনির হোসেন।
পরে চন্দ্রদ্বীপ বিএনপি'র আয়োজনে স্থানীয় হাইস্কুল মাঠে বিকেল ৪ টায় একটি পথসভা অনুষ্ঠিত হয়। এতে চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির সভাপতি বেল্লাল বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনির হোসেন।
উপস্থিত ছিলেন বাউফল উপজেলা বিএনপি'র আহবায়ক আব্দুল জব্বার মৃধা, বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আপেল মাহমুদ ফিরোজ, বগা ইউনিয়ন বিএনপির সভাপতি গনি শিকদার, কালিশুরি ইউনিয়ন বিএনপির সভাপতি রায়াহান জব্বার, স্বেচ্ছাসেবক দলের আহব্বয়ক মো. খলিল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. তারেক,জিয়া মঞ্চের বাউফল উপজেলা আহ্বায়ক মোহাম্মদ ফিরোজ সহ বিএনপির বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।