বাসস
  ১৭ অক্টোবর ২০২৫, ১৯:২৩

কিশোরগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

কিশোরগঞ্জ, ১৭ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলার হোসেনপুর উপজেলায় আজ পুকুরের পানিতে ডুবে ইউসুফ (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার বিকেলে হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের বর্শিকুড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত শিশু ইফসুফ জেলার হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের বর্শিকুড়া গ্রামের কামাল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার বিকেলে শিশু ইউসুফ প্রতিবেশী অন্য শিশুদের সঙ্গে সাবেদ আলী মাস্টারের পুকুরের পাশে খেলছিল। একপর্যায়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায় সে। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবার ও প্রতিবেশীরা খোঁজ শুরু করেন। পরে শিশু ইউসুফকে পুকুর থেকে উদ্ধার করে গুরুতর অবস্থায় হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।