বাসস
  ১৭ অক্টোবর ২০২৫, ১৯:০৭

সিলেটে লালন সাঁইয়ের তিরোধান দিবস পালন

ছবি : বাসস

সিলেট, ১৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : যথাযোগ্য মর্যাদায় আজ শুক্রবার সিলেটে লালন সাঁইয়ের ১৩৫ তম তিরোধান দিবস পালন করা হয়েছে। 

জেলা প্রশাসন সিলেটের আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় এ উপলক্ষে সিলেট শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মাসন সিংহ। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন জেলা কালচারাল অফিসার জ্যোতি সিনহা।

সভায় বক্তারা মানুষের মর্যাদা প্রতিষ্ঠার জন্য বাউল লালনের আদর্শ চর্চার আহ্বান জানান।

অনুষ্ঠানে সিলেটের সিনিয়র শিল্পী এবং শিল্পকলা একাডেমির প্রশিক্ষণার্থীরা সংগীত পরিবেশন করেন।