শিরোনাম
চট্টগ্রাম, ১৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের ফটিকছড়ি থানার প্রবাসী মো. ইউনুস হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি খোরশেদুল আলম ওরফে আবুল কালামকে গ্রেফতার করেছে র্যাব-৭।
শুক্রবার র্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি খোরশেদুল আলম চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে ওলিখাঁ মসজিদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মৃত্যুদণ্ডের রায়ের পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গ্রেফতারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফটিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
খোরশেদুল আলম (৫৮) ফটিকছড়ির নানুপুর এলাকার মৃত সিরাজুল হকের ছেলে।
মামলার নথি থেকে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০১১ সালের ১১ এপ্রিল ফটিকছড়ি উপজেলার নানুপুর গ্রামে প্রবাসী ইউনুসকে কুপিয়ে খুন করা হয়। এ ঘটনায় একই বছরের ১২ এপ্রিল নিহতের স্ত্রী খতিজা আক্তার বাদী হয়ে ফটিকছড়ি থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০১৯ সালের ৩০ জানুয়ারি দ্রুত বিচার ট্রাইবুনাল আদালত ঘটনায় জড়িত আপন দুই ভাই জাহেদুল আলম ওরফে লোহা জাহেদ ও খোরশেদুল আলম ওরফে আবুল কালামকে ফাঁসির আদেশ দেন।