শিরোনাম
টাঙ্গাইল, ১৭ অক্টোবর, ২০২৫ (বাসস): সমন্বিত বন্যা সহনশীল কর্মসূচি (আইএফআরপি) এর সহায়তায় টাঙ্গাইলের কালিহাতীতে জীবন জীবিকায়নে উপকারভোগীদের মধ্যে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।
আজ শুক্রবার সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বেড়িপটল আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সহায়তার চেক প্রদান করা হয়। রেড ক্রিসেন্ট টাঙ্গাইল ইউনিট এর আয়োজনে ১২০ জন উপকারভোগীর মধ্যে ৭০ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি বেনজীর আহমেদ টিটো।
জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক জিয়াউল হক শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংস্থার কার্যনির্বাহী সদস্য সাদেকুল আলম খোকা, তারেকুল ইসলাম ঝলক, ইউনিট লেভেল কর্মকর্তা ইজ্জত আলী খান, কো অর্ডিনেটর মনিরুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে ইউনিয়নে গরু পালনের জন্য ৪৫ হাজার, ছাগল পালনে ৩০ হাজার, কৃষি সহায়তা ৩০ হাজার, হাঁস-মুরগি পালনে ২৫ হাজার, ক্ষুদ্র ব্যবসা ৩০ হাজার ও ভ্যান রিক্সার জন্য ৪৫ হাজার টাকা, নৌকা-জেলেদের জীবনমান উন্নয়নে ৪০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।