বাসস
  ১৭ অক্টোবর ২০২৫, ১১:৩২

সুনামগঞ্জে মহিলা দলের ৩১ দফার লিফলেট বিতরণ

সুনামগঞ্জে মহিলা দলের ৩১ দফার লিফলেট বিতরণ। ছবি : বাসস

সুনামগঞ্জ, ১৭ অক্টোবর, ২০২৫ (বাসস): বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেছে সুনামগঞ্জ জাতীয়তাবাদী মহিলা দল। একইসঙ্গে ধানের শীষের পক্ষে জনসমর্থনের লক্ষ্যে গণসংযোগ ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে সুনামগঞ্জ সদর, পৌরসভা ও বিশ্বম্ভরপুর উপজেলা শাখার আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বিভিন্ন উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দুপুরের দিকেই দলের হাজার হাজার নেত্রী-কর্মী কার্যালয়ের সামনে আসতে শুরু করেন। পরে একটি বিশাল মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

জাতীয়তাবাদী মহিলা দল সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি লুৎফা আনোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট হাফেজা ফেরদৌস লিপনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারী শিক্ষার গুণগতমান উন্নয়নে কাজ করেছেন। তারেক রহমান আপনাদের জন্য ফ্যামিলি কার্ড করে দেবেন। আপনারা ধানের শীষের বিজয়ের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন।