শিরোনাম
নেত্রকোণা, ১৭ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলায় দেশীয় প্রজাতির মাছ উৎপাদনের লক্ষ্যে হাওর অধ্যুষিত অঞ্চলে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে আটপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. শাহনূর রহমানের নেতৃতে শুমাইখালি বিলে অভিযান চালানো হয়। এ সময় ২০টি চায়না দুয়ারী জাল ও ২ টি অবৈধ মশারি জাল জব্দ করা হয়।
জব্দকৃত জালগুলোর আনুমানিক মূল্য এক লাখ টাকা। জব্দকৃত এসব জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুদ জামান খান ও আটপাড়া থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
তথ্য নিশ্চিত করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুদ জামান খান।
প্রাণ, প্রকৃতি ও পরিবেশ রক্ষায় এমন অভিযান নিয়মিত থাকবে বলে আশা করছেন পরিবেশ সচেতন নাগরিকরা।