শিরোনাম
সুনামগঞ্জ, ১৭ অক্টোবর, ২০২৫ (বাসস): সামগ্রিক শিক্ষা ব্যবস্থায় হাওর বেষ্টিত সুনামগঞ্জ জেলা অনেক পিছিয়ে আছে। জেলায় প্রাথমিক পর্যায়ে ঝড়ে পড়া শিক্ষার্থীর হার ৫.৯৫ শতাংশ। তাই প্রাথমিক শিক্ষাকে গতিশীল করতে মেধা যাচাই পরীক্ষা-২০২৫ আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
তিনি বলেন, ইতোমধ্যে শান্তিগঞ্জ উপজেলায় পাইলট ভিত্তিতে এ মডেল বাস্তবায়িত হয়েছে এবং প্রাপ্ত ফলাফল প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে নতুন সংযোজন হয়েছে। সমগ্র জেলায় এ ধারণা ছড়িয়ে দেয়ার লক্ষ্যে জেলা প্রশাসন এ পরীক্ষার আয়োজন করেছে। আগামী ২৯ অক্টোবর সকাল ১০টায় জেলার ১ হাজার ৪৭৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জেলার ১২ উপজেলার চতুর্থ শ্রেণিতে ৪১ হাজার ১৬৪ জন ও পঞ্চম শ্রেণিতে ৩৫ হাজার ৩২১ জনসহ মোট ৭৬ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এ পরীক্ষা সুষ্ঠভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ইতোমধ্যে উপজেলা পর্যায়ে চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। উপজেলা ট্যাগ অফিসাররা সার্বিক মনিটরিংয়ের দায়িত্বে থাকবেন।
জেলায় প্রথমবারের মতো একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে মেধা যাচাই পরীক্ষা।