শিরোনাম
খুলনা, ১৬ অক্টোবর, ২০২৫ (বাসস): বাংলাদেশ নৌবাহিনীতে ২০২৬ ব্যাচের নবীন নাবিক এবং এমওডিসি (নৌ) ভর্তির কার্যক্রম গত ৯ অক্টোবর থেকে চলমান রয়েছে।
ভর্তির কার্যক্রম চলাকালে বুধবার গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর সদর থানাধীন খুলনা হোটেল, হোটেল ধানসিড়ি এবং হোটেল সোসাইটিতে অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী। অভিযানে নাবিক ভর্তির প্রতারক চক্রের ২ সদস্য আশিকুর রহমান এবং মো. বশির উদ্দিনকে আটক করা হয়।
অভিযানকালে হোটেল সোসাইটি-এর ২০নং কক্ষ থেকে বিভিন্ন ভুয়া প্রশ্নপত্র, উত্তর পত্র, স্বাক্ষরিত ব্ল্যাংক চেক ও আনুষঙ্গিক নথিপত্র জব্দ করা হয়। কক্ষটি প্রতারক চক্রের সদস্যরা অফিস কক্ষ হিসেবে ব্যবহার করত। এ সময় বর্ণিত হোটেলসমূহ থেকে প্রতারণার শিকার ১৬ জন চাকরি প্রার্থীকে উদ্ধার করা হয়।
ভুক্তভোগীরা জানায়, প্রতারক চক্রের সদস্যরা ১০ থেকে ১৫ লাখ টাকার বিনিময়ে চাকরির প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে স্বাক্ষরিত ব্ল্যাংক চেক ও ব্ল্যাংক স্ট্যাম্প গ্রহণ করে। এছাড়াও প্রতারকদের কাছে চাকরি প্রার্থীদের ভর্তি সংক্রান্ত ভুয়া প্রশ্ন ও উত্তরপত্র সরবরাহ করার প্রমাণাদি পাওয়া গেছে। পরবর্তীতে আটককৃত প্রতারক চক্রের সদস্যদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়।
বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক নিয়োগ একটি অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়া। আর্থিক লেনদেনের মাধ্যমে নাবিক নিয়োগের কোন সুযোগ নেই। নৌবাহিনীতে নাবিক ভর্তি কার্যক্রম চলাকালে প্রতারক চক্র চাকরি প্রার্থীদের সাথে অবৈধভাবে অর্থের বিনিময়ে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার চেষ্টা করে থাকে। তবে নৌবাহিনীর সদস্যদের তীক্ষ্ম নজরদারি, ভর্তি কার্যক্রমের সুব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে এ ধরনের অবৈধ অপচেষ্টামূলক কার্যক্রম অধিকাংশ ক্ষেত্রে রোধ করা সম্ভব হচ্ছে। এ বিষয়ে সকলকে প্রতারকচক্র থেকে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।