বাসস
  ১৪ অক্টোবর ২০২৫, ১৮:২৪

দিনাজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

দিনাজপুর, ১৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : দিনাজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দেলওয়ার হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার  দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ বাসস’কে এ তথ্য জানিয়েছেন। দুদকের দিনাজপুর জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. আলম মিয়া বাদী হয়ে আজ এ মামলা দায়ের করেন। মামলাটি দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় দায়ের করা হয়েছে।

এজাহারে বলা হয়, আসামি মো. দেলওয়ার হোসেন দীর্ঘ সময়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ নামে জ্ঞাত আয় বহির্ভূত মোট ৭ কোটি ৬৪ লক্ষ ৩৫ হাজার ৬২৫ টাকার সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন।

দুদকের অনুসন্ধান অনুযায়ী, দেলওয়ার হোসেনের নামে দিনাজপুর, ঢাকা ও অন্যান্য স্থানে স্থাবর সম্পদের পরিমাণ প্রায় ১৪ কোটি ১৮ লাখ টাকা এবং অস্থাবর সম্পদ প্রায় ৬ কোটি ২৮ লাখ টাকার বেশি। দায়-দেনা বাদ দিয়ে নীট সম্পদের মূল্য দাঁড়ায় প্রায় ১৩ কোটি ৮১ লাখ ৫৭ হাজার টাকা। অথচ তার গ্রহণযোগ্য আয় হিসেবে পাওয়া গেছে মাত্র আট কোটি ৭৯ লাখ টাকার কিছু বেশি। ফলে তিনি জ্ঞাত আয় বহির্ভূত সাত কোটি টাকার বেশি সম্পদ অর্জন করেছেন বলে অনুসন্ধানে প্রমাণিত হয়।

দুদক জানায়, মামলার ঘটনাস্থল দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানাসহ দেশের বিভিন্ন স্থান এবং সময়কাল ২০০২ সাল থেকে ১২ অক্টোবর ২০২৫ পর্যন্ত। মামলাটির তদন্তের দায়িত্ব গ্রহণ করেছে দুদক দিনাজপুর জেলা কার্যালয়।