বাসস
  ১৩ অক্টোবর ২০২৫, ২০:২১

সুনামগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ জনের কারাদণ্ড

সুনামগঞ্জ, ১৩ অক্টোবর ২০২৫ (বাসস) জেলার তাহিরপুর উপজেলায় আজ অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চারব্যক্তিকে জনপ্রতি দুইমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া একটি বালুভর্তি স্টিলবডি বাল্কহেড জব্দ করা হয়েছে। 

আজ সোমবার তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর লাউড়ের গড় এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানকালে এ জরিমানা করা হয়। 

ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব দেন সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়। 

দন্ডিত ব্যক্তিরা হলেন- জেলার তাহিরপুর উপজেলার সোহালা গ্রামের মৃত আব্দুল মাজেদের পুত্র মো. আবির রহমান মোরশেদ (৩১), তাহিরপুর উপজেলার কামরাবন্দ গ্রামের মৃত মো. ফুল মিয়ার পুত্র মো. ফজল মিয়া (২৮), তাহিরপুর উপজেলার লম্বাবাদ গ্রামের মৃত মকবুল হোসেনের পুত্র ইমাম হোসেন (২০), তাহিরপুর উপজেলার কালিপুর গ্রামের মো আমজাদ আলীর পুত্র মো ইব্রাহিম খলিলুল্লাহ (২৩)। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সোমবার জেলা প্রশাসনের উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে  বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ৪ ধারায় চারটি মামলা করে চারজন আসামিকে দুইমাস করে জেল প্রদান করা হয়। এছাড়া একটি বালুভর্তি স্টিলবডি বাল্কহেড (আম্বর আলী নৌ পরিবহন) জব্দ করে তাহিরপুর থানার জিম্মায় প্রদান করা হয়।

তাহিরপুর উপজেলার বাদাঘাট ফাঁড়ির পুলিশ সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।