বাসস
  ১৩ অক্টোবর ২০২৫, ২০:১০

নেত্রকোণায় গণঅভ্যুত্থানে শহিদদের পরিবার ও আহতদের সাথে প্রশাসনের মতবিনিময় 

ছবি : বাসস

নেত্রকোণা, ১৩ অক্টোবর ২০২৫ (বাসস): জেলায় আজ ২০২৪ সালের ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের পরিবার ও আহত গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের সাথে মতবিনিময় ও সংবর্ধনা প্রদান করেছে জেলা প্রশাসন। 

আজ সোমবার দুপুরে জেলা শহরের মোক্তারপাড়ায় পাবলিক হল মিলনায়তনে গণঅভ্যুত্থানে শহিদদের পরিবার ও আহত গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের সম্মানে জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। 

নেত্রকোণার জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানের সভাপতিত্বে এ আলোচনা সভায় সিভিল সার্জন ডা. গোলাম মওলা, জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও নেত্রকোণা পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদার, নেত্রকোণা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোহা. কামরুল হুদা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুখময় সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার, জেলা প্রেসক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, শহীদ ও আহত সেলের কেন্দ্রীয় সমন্বয়কারী নূর মোহাম্মদ আয়েশ,ওয়ারিয়র্স অব জুলাইয়ের আহবায়ক তোফায়েল আহমেদ, জেলা শহীদ ও আহত যাচাই-বাছাই কমিটির সদস্য রাজিব মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

সভার শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে সকল শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন,পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে, জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের জন্যে জেলা প্রশাসনের গৃহিত বিভিন্ন কার্যক্রমের স্থিরচিত্র প্রদর্শন করা হয়।

মতবিনিময় সভায় শহিদ পরিবারের প্রতিনিধি হিসেবে আবেগঘন কন্ঠে নিজের অভিব্যক্তি প্রকাশ করেন জেলার দুর্গাপুরের শহীদ ওমর ফারুকের মা কুলসুম আক্তার।

অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান শহিদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের বিভিন্ন অভিযোগ ও সমস্যা উন্মুক্ত আলোচনায় অবগত হন। 

জেলা প্রশাসক জানান, জেলায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সতেরোটি পরিবারকে বিশুদ্ধ পানির জন্যে টিউবওয়েল দেওয়া হবে, পর্যায়ক্রমে আহত জুলাই যোদ্ধাদেরও দেওয়ার চেষ্টা করা হবে। গনঅভ্যুত্থানে শহিদদের কবর সংরক্ষণ করা হবে। 

তিনি জানান, গনঅভ্যুত্থানে জেলার শহিদ ও আহতদের ত্যাগের ইতিহাস সংরক্ষণ এবং প্রতিটি উপজেলায় জুলাই স্মৃতি রক্ষায় একটি করে ক্লাব নির্মাণের উদ্যোগ নেয়া হবে। 

আলোচনা সভা শেষে শহিদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের কাছে স্মারক সম্মাননা এবং আগত সকল জুলাই যোদ্ধাদের যাতায়াত খরচ ও তাদের উন্নতমানের খাবার প্রদান করা হয়।

এ অনুষ্ঠানে জেলার সতেরোজন শহিদের পরিবারের সদস্যবৃন্দ এবং আহত জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।