বাসস
  ১৩ অক্টোবর ২০২৫, ১৯:১৫

বাউফলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা। ছবি : বাসস

পটুয়াখালী, ১৩ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলার বাউফলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজারের মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার গোসিংগা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেট সোহাগ হাসান মিলু।

বালু উত্তোলনকালে বাউফল ইউনিয়নের গোসিংগা ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ড্রেজারের মালিক মো. মামুনকে (২৫) পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ (১) ধারা অনুসারে অভিযুক্তের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

এ সময় জব্দ কৃত বালু ও ড্রেজার স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় দেওয়া হয়।