শিরোনাম
ঝালকাঠি, ১৩ অক্টোবর , ২০২৫ (বাসস) : ঝালকাঠিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৮৬তম গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। ‘সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
আজ দুদকের সমন্বিত জেলা কার্যালয় পিরোজপুর আয়োজিত ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনের গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।
প্রধান অতিথির বক্তৃতায় কমিশনার সরকারি কর্মকর্তাদের বলেন, নিজের বিবেক কারো কাছে লিজ দিবেন না।
নিজ দায়িত্বে নিজ-নিজ দপ্তর দুর্নীতিমুক্ত রাখুন। দুর্নীতিমুক্ত সমাজ গঠনে আমাদের মানসিক অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। দুর্নীতি নির্মূলের উদ্যোগ নিজেদের ঘর থেকে শুরু করতে হবে। ব্যক্তিগত লোভ-লালসা পরিহার করতে হবে, অন্যকে তার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা গড়ে তুলতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ সপ্তাহে অন্তত একদিন শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শুদ্ধাচার এবং ভালোকে ভালো, মন্দ বলতে শিক্ষা দিন। স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করে সরকারি সেবা প্রাপ্তি গণশুনানির মুল লক্ষ্য।
ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তৃতা করেন- দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, ঝালকাঠির পুলিশ সুপার উজ্জল কুমার রায় ও দুদকের বিভাগীয় কার্যালয় বরিশালের পরিচালক মো. মোজাহার আলী সরদার।
গণশুনানিতে ২৯টি সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি দপ্তরের বিরুদ্ধে ৯৫টি অভিযোগ জমা পড়ে। দুদকের তফসিলভুক্ত ৭৪টি অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে চারটি অভিযোগের বিষয়ে দুদকে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়। চারজন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা ও একজন কর্মকর্তাকে বদলীর ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেয়া হয়। বাকি অভিযোগগুলোর তাৎক্ষণিক সমাধান দেয়া হয়।