শিরোনাম
গোপালগঞ্জ, ১৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : গোপালগঞ্জের কোটালীপাড়ায় পানিতে ডুবে রায়হান শিকদার নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ সোমবার দুপুরে উপজেলার বান্ধাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। রায়হান শিকদার ওই গ্রামের ভ্যানচালক রিপন শিকদারের ছেলে।
কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুরে রায়হানকে ঘরে না দেখে তার মা খোঁজাখুঁজি করে। পরবর্তীতে বাড়ির পাশে জলাশয়ে শিশুটির জুতা ভেসে থাকতে দেখে। পরে জলাশয় থেকে রায়হানকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে কোটালীপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।