বাসস
  ১০ অক্টোবর ২০২৫, ১৮:২৬

বিএনপি চায় জনগণের অংশগ্রহণমূলক উন্নয়ন : ড. জিয়াউদ্দিন হায়দার

ছবি : বাসস

‎‎ঝালকাঠি, ১০ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার রাজাপুর উপজেলার নারী উদ্যেক্তা মাহফুজ রুনার খামার পরিদর্শন করে এসব কথা বলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. জিয়াউদ্দিন হায়দার। 

‎আজ শুক্রবার বেলা ১১টায় রুনার খামারটি পরিদর্শনে যান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. জিয়াউদ্দিন হায়দার। তিনি খামারের পশুপালন ব্যবস্থা, খাদ্য সংরক্ষণ, দুগ্ধ উৎপাদন ও বাজারজাতকরণ প্রক্রিয়া ঘুরে দেখে উদ্যোক্তা রুনার প্রশংসা করেন।

‎পরিদর্শন শেষে ড. হায়দার বলেন, মাহফুজ রুনা আজ একজন নারী হয়ে তিনি যা করতে পেরেছেন, তা আমাদের প্রত্যেকের জন্য অনুপ্রেরণা। আমরা চাই, প্রত্যেক গ্রামে ছোট ছোট খামার গড়ে উঠুক-এক-দুইটি পশু পালন থেকে যেন উদ্যোক্তা তৈরি হয়। বিএনপি এই উন্নয়ন চায় - টেকসই, অংশগ্রহণমূলক ও জনগণভিত্তিক উন্নয়ন।

‎তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন-এই ধরনের নারী ও গ্রামীণ উদ্যোক্তাদের জন্য ‘কৃষি কার্ড’ চালু করা হবে। এর মাধ্যমে তারা ব্যাংক ঋণ, পশুপালন প্রশিক্ষণ, খাদ্যভাতা ও স্বাস্থ্যসেবা সুবিধা পাবেন। ‎‎ড. হায়দার বলেন, বিগত স্বৈরাচার সরকার উন্নয়নের নামে মেগা প্রকল্প দেখিয়ে জনগণের অর্থ লুট করেছে। সেই প্রকল্পগুলোর কোনো বাস্তব সুফল জনগণ পায়নি। ‎

নারী উদ্যেক্তা মাহফুজ রুনা নিজের পরিশ্রম, আত্মবিশ্বাস ও অধ্যবসায়ের মাধ্যমে গড়ে তুলেছেন একটি আদর্শ খামার। বর্তমানে তার খামারে রয়েছে ১৮টি অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী ও বিভিন্ন জাতের বেশ কিছু ছাগল। প্রতিদিন এ খামার থেকে প্রায় ১৩০ লিটার দুধ উৎপাদন হয়, যা স্থানীয় বাজারে বিক্রি করে তিনি পরিবারসহ প্রতিবেশী কয়েকজনর কর্মসংস্থানও নিশ্চিত করেছেন। স্থানীয়ভাবে তিনি ইতিমধ্যে একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে পরিচিতি পেয়েছেন।

‎এ সময় তার সাথে ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত। 

এছাড়াও ইপস্থিত ছিলেন, রাজাপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাকারিয়া সুমন, উপজেলা বিএনপির সদস্য ও গালুয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবুয়াল হাসান চাঁন মিয়া, উপজেলা কৃষক দলের সভাপতি গোলাম ফারুক মোল্লা, উপজেলা তাতীদলের আহ্বায়ক মিজানুর রহমানসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা।