শিরোনাম
নীলফামারী, ৯ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলার জলঢাকা উপজেলায় আজ চাড়ালকাটা নদীর পানিতে ডুবে হাসান আলী (৮) ও মাসুম হোসেন (১০) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের বটতলী এলাকায় এঘটনা ঘটে।
শিশু হাসান আলী জলঢাকা উপজেলা খুটামারা ইউনিয়নের পাসারিপাড়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
শিশু মাসুম হোসেন নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের মানুষমারা গ্রামের হৃদয় হোসেনের ছেলে। মৃত দুই শিশু সম্পর্কে মামাতো- ফুফাতো ভাই।
বিষয়টি নিশ্চিত করে জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিবুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুর একটার দিকে চাড়ালকাটা নদীর ধারে তিন শিশু খেলছিল। এসময় অসাবধানতা বশত হাসান ও মাসুম নদীতে পড়ে গেলে উপরে থাকা অপর শিশুর চিৎকারে এলাকাবাসী এসে নদীতে নেমে তাদেরকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। এরপর খবর পেয়ে জলঢাকা ফায়ার সার্ভিস সদস্যরা দুই শিশুর মরদেহ উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে দুই শিশুর মরদেহ তাদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।