বাসস
  ০৯ অক্টোবর ২০২৫, ১৭:০৮

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

চট্টগ্রাম, ৯ অক্টোবর ২০২৫ (বাসস): চট্টগ্রামে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী ও এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা এবং রাত সাড়ে এগারোটার দিকে নগরীর লিংক রোডের আকমল আলী পয়েন্ট ও সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে।
হালিশহর থানার ওসি জাকির হোসেন আজ বিষয়টি নিশ্চিত করেছেন।

ইপিজেড থানা পুলিশ জানায়, সন্ধ্যা সাতটার দিকে আকমল আলী লিংক রোডের পাশে হাঁটছিলেন পথচারী শাহজাহান (৪৮)। এ সময় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শাহজাহান ইপিজেড থানার কাজী গলি এলাকার বাসিন্দা।

দুর্ঘটনার পর মোটরসাইকেলটি ফেলে চালক পালিয়ে যায়। পুলিশ বাইকটি জব্দ করেছে, তবে চালককে এখনো আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ইপিজেড থানা পুলিশ।

অপরদিকে রাত সাড়ে এগারোটার দিকে সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট টোল রোড এলাকায় চিটাগাং ফিলিং স্টেশনের বিপরীতে আরও একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। এতে দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান। নিহতরা হলেন—নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার আব্দুর রবের ছেলে শাহারিয়ার আজিজ অনিক (২৭) এবং নগরের আগ্রাবাদ ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা মো. সোহান (২৭)।

এ বিষয়ে হালিশহর থানার ওসি জাকির হোসেন বলেন, মরদেহ তিনটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।