বাসস
  ০৯ অক্টোবর ২০২৫, ১৭:০৩

কঠিন চীবর দান উপলক্ষে রাঙ্গামাটি সেনা রিজিয়নের সমন্বয় সভা

আজ কঠিন চীবর দান উপলক্ষে রাঙ্গামাটি সেনা রিজিয়নের সমন্বয় সভা। ছবি : বাসস

রাঙ্গামাটি, ৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাঙ্গামাটি রাজ বনবিহারের আসন্ন কঠিন চীবর দান উৎসব শান্তিপূর্ণ ও নিবির্ঘ্নে সম্পন্ন করাসহ সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা জোরদারে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি রিজিয়ন সদর দপ্তরে আয়োজিত সমন্বয় সভায় রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক সভাপতিত্ব করেন।  

সভায় রাঙ্গামাটি রাজবন বিহার ও পার্বত্য ভিক্ষু সংঘের প্রতিনিধি দলসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

সভায় রিজিয়ন কমান্ডার বলেন, রাঙ্গামাটিতে বর্তমানে সকল জনগোষ্ঠীর মধ্যে যে পারস্পরিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় আছে, তা অত্যন্ত প্রশংসনীয়।

ভবিষ্যতেও এই সম্প্রীতির ধারা অব্যাহত থাকবে। তিনি আসন্ন কঠিন চীবর দান উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় উৎসব চলাকালীন সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য সংস্থা যৌথভাবে দায়িত্ব পালন করার সিদ্ধান্ত নেয়া হয়। এ ছাড়াও রাজ বনবিহারের প্রবেশপথে নিরাপত্তা চেকপোস্ট স্থাপন, স্বেচ্ছাসেবক দল নিয়োজিত রাখা, সিসিটিভির মাধ্যমে নজরদারি এবং প্রবেশপথে দিকনির্দেশনামূলক প্যানাফ্লেক্স টানানোর বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

কঠিন চীবর দান উৎসবকে ঘিরে রাঙ্গামাটিতে ইতোমধ্যেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নিরাপত্তা নিশ্চিতে রাঙ্গামাটি রিজিয়নের পক্ষ থেকে টহল ও নজরদারি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।