শিরোনাম
সুনামগঞ্জ, ৯ অক্টোবর, ২০২৫ (বাসস): বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার দাবিতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে জেলা বিএনপি।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা বিএনপির পুরাতন বাসস্টেশনের দলীয় কার্যালয় থেকে একটি বিশাল মিছিল বের হয়ে শহরের আলফাত স্কয়ার, মধ্যবাজার, তেঘরিয়া ও কোর্ট পয়েন্ট ঘুরে পুনরায় পুরাতন বাসস্টেশনে এসে সমাবেশে মিলিত হয়।
জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. নুরুল ইসলাম নুরুল'র নেতৃত্বে বিভিন্ন ইউনিয়ন ও গ্রামের কয়েকহাজার নেতাকর্মী গণসংযোগে অংশগ্রহণ করেন।
এসময় নেতাকর্মীরা সাধারণ মানুষের মধ্যে ৩১ দফার লিফলেট বিতরণ করেন।
লিফলেট বিতরণ ও গণসংযোগে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ্যাড. শেরেনুর আলী, বিএনপির নেতা হোসাইন আহমদ শাহীন, আকবর আলী, আব্দুল হাই সুহেল আহমদ প্রমুখ।