বাসস
  ০৮ অক্টোবর ২০২৫, ১৫:১৩

টাইফয়েড টিকাদান কার্যক্রম বাস্তবায়নে সমন্বয় কমিটি 

ঢাকা, ৮ অক্টোবর, ২০২৫ (বাসস): দেশব্যাপী টাইফয়েড টিকাদান কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন ও তদারকির লক্ষ্যে মাঠপর্যায়ে সুষ্ঠু সমন্বয় নিশ্চিতে কমিটি গঠন করা হয়েছে। 

সিটি কর্পোরেশন পর্যায়ে মেয়র বা প্রশাসককে ১০ সদস্যবিশিষ্ট সমন্বয় কমিটির প্রধান করা হয়েছে। সদস্য সচিব থাকবেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা।

কমিটির অন্য সদস্যরা হলেন, সংশ্লিষ্ট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার এবং সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক, সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক, জেলা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং জেলার সিনিয়র তথ্য অফিসার। 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫’ সফলভাবে সম্পন্ন করতে কার্যক্রম গ্রহণ, টিকা গ্রহণের জন্য সচেতনতা সৃষ্টি, প্রচার-প্রচারণা, লজিস্টিক সহায়তা প্রদান, টিকাদান কেন্দ্র স্থাপন ও পরিচালনা, টিকা পরিবহন ও টিকাদান কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রাক-প্রাথমিক থেকে ৯ম শ্রেণি ও সমমানের সকল শিক্ষার্থী এবং ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে টিকা গ্রহণে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও জনগণকে উদ্বুদ্ধকরণ।

আগামী ১২ অক্টোবর সারাদেশে ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫’ শুরু হবে। এ সময় টাইফয়েড সংক্রমণজনিত অসুস্থতা ও মৃত্যুহার বহুলাংশে হ্রাসের লক্ষ্যে প্রায় পাঁচ কোটি শিশুকে এক ডোজ করে টিকা দেওয়া হবে। 

এই কার্যক্রমের অংশ হিসেবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত বয়সসীমার শিক্ষার্থীদের তাদের নিজ শিক্ষা প্রতিষ্ঠানে টিকা দেওয়া হবে। 

এছাড়া, শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত শিশুদের বিদ্যমান ইপিআই স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে টাইফয়েড টিকা দেওয়া হবে।