শিরোনাম
গাজীপুর, ২ অক্টোবর, ২০২৫ (বাসস) : গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ফাওগান বাজারের বড়বাড়ি পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি নেতৃবৃন্দ।
শারদীয় দুর্গাপুজা উপলক্ষে জেলার শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ফাওগান বাজারের বড়বাড়ি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, আর্থিক অনুদান ও পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালেব ও গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাসিবুর রহমান খান মুন্নাসহ স্থানীয় বিএনপি,অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।