শিরোনাম
পিরোজপুর, ২ অক্টোবর, ২০২৫ (বাসস) : পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান বুধবার রাতে পৌর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
বুধবার রাতে তিনি পালপাড়া, রাজারহাট, আখড়াবাড়ি এবং কালিবাড়ি মন্দিরের পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি মণ্ডপে উপহার সামগ্রী প্রদান করেন।
এ সময় জেলা প্রশাসক বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এখানে সকল ধর্ম-বর্ণের মানুষের মিলিত আবাসস্থল। এদেশে আমরা সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করি। পূজা শুধু ধর্মীয় আচার নয়, এটি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংস্কৃতির অন্যতম প্রতীক। সরকার সকল ধর্মাবলম্বীর নিরাপত্তা ও শান্তিপূর্ণ উৎসব নিশ্চিত করতে বদ্ধপরিকর। আমি আশা করি, দুর্গোৎসব সবাইকে আনন্দ, শান্তি ও সাম্যের বার্তা দেবে।
এসময় জেলা প্রশাসকের সাথে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, সহকারী কমিশনার (ভূমি) এস এম. আল আমীন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেনসহ বিভিন্ন পূজা উৎযাপন কমিটির নেতৃবৃন্দ।