শিরোনাম
পটুয়াখালী, ২ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার কুয়াকাটায় প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ.কে.এম আব্দুল হাকিম সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
গতকাল বুধবার কুয়াকাটা প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষারের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ, সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌরসভার প্রশাসক ইয়াসীন সাদেক, ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের ইনচার্জ নাজমুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকরা।
সভায় প্রধান অতিথি প্রেস কাউন্সিল চেয়ারম্যান বলেন, আমি সাংবাদিকদের কল্যাণে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় ঘুরে বেড়াচ্ছি এবং তাদের মতামত নিচ্ছি। সামনের দিনে সাংবাদিকতা অনেক বড় চ্যালেঞ্জের মুখে পড়বে, যদি সাংবাদিকরা শিক্ষিত না হন এবং আইন সম্পর্কে জ্ঞান না রাখেন। সাংবাদিকদের অবশ্যই আইন জানতে হবে এবং তা প্রয়োগ করতে হবে।
তিনি আরও বলেন, সাংবাদিকদের জন্য একটি ডাটাবেজ তৈরি করা হচ্ছে। এটি একটি বড় চ্যালেঞ্জ হলেও তিনি এ কাজে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।