বাসস
  ০২ অক্টোবর ২০২৫, ১৫:২৭

রূপগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি নেতৃবৃন্দ

রূপগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি নেতৃবৃন্দ। ছবি : বাসস

নারায়ণগঞ্জ, ২ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলার রূপগঞ্জে বিভিন্ন মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি নেতৃবৃন্দ।

শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিভিন্ন মন্দিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়। 

গতকাল আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে নারায়ণগঞ্জ ও রূপগঞ্জ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।