শিরোনাম
হবিগঞ্জ, ২ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলার বানিয়াচং উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতনী ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি নেতৃবৃন্দ।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বানিয়াচং উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতনী ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডাক্তার শাখাওয়াত হাসান জীবন।
এ সময় বিএনপি ও দলটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়।