বাসস
  ০২ অক্টোবর ২০২৫, ১৫:১৭

সীতাকুণ্ডে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি মো. খোকনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ছবি: বাসস

চট্টগ্রাম উত্তর (সীতাকুণ্ড), ২ অক্টোবর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের সীতাকুণ্ডে ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি মো. খোকনকে (২৪) গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার মুরাদপুর ইউনিয়নের পশ্চিম মুরাদপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৭, চট্টগ্রাম এর বিশেষ টিম।

আজ বৃহস্পতিবার র‌্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

আসামি খোকন পশ্চিম মুরাদপুর জেলে পাড়া এলাকার মৃত হানিফের ছেলে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সীতাকুণ্ড মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।