শিরোনাম
যশোর, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): যশোর শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফ হোসেন (২০) নামে এক টেকনিশিয়ানের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার রেলরোড এলাকায় ‘জনি কাবাব’ নামে একটি রেস্তোরাঁয় এয়ার কন্ডিশনার (এসি) মেরামতের কাজ করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
মৃত আরিফ হোসেন যশোর শহরের পুলিশ লাইন কদমতলা এলাকার আলমগীর হোসেনের ছেলে।
আরিফের সহকারী জাফর হোসেন জানান, আরিফ হোসেন দীর্ঘদিন ধরেই বৈদ্যুতিক যন্ত্রপাতি মেরামতের কাজ করে আসছিলেন। আজ বিকেলে চারটার দিকে জনি কাবাব রেস্তোরাঁর একটি এসি মেরামত করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক শাকিরুল ইসলাম বলেন, হাসপাতালে নেওয়ার আগেই আরিফের মৃত্যু হয়। তীব্র বিদ্যুৎ শকে আরিফের মৃত্যু হয়েছে।