শিরোনাম
জয়পুরহাট, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জয়পুরহাট সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় কলেজের বকুলতলায় এ অনুষ্ঠান হয়। উচ্চ মাধ্যমিক ভর্তি কমিটির আহ্বায়ক রিয়াজুল ইসলামের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর একেএম শফিকুল ইসলাম। এ সময় বক্তব্য দেন জয়পুরহাট সরকারি কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইমরুল কায়েস, সহযোগী অধ্যাপক আমিনুর রহমান সুইট, জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি কলেজ শাখার সদস্য সচিব পিয়াস আহম্মেদ পৃথিবী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি কলেজ শাখার সভাপতি পিয়ারুল ইসলাম প্রমুখ।
নবীনবরণের শুরুতে একাদশ শ্রেণিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া সকল ছাত্রছাত্রীদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠান শেষে কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।