বাসস
  ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৫

পটুয়াখালীতে জেলেদের জালে ধরা পড়ল রাজ কাঁকড়া

জেলেদের জালে ধরা পড়ল রাজ কাঁকড়া। ছবি : বাসস

পটুয়াখালী, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার কুয়াকাটা সংলগ্ন তিন নদীর মোহনা এলাকায় জেলেদের জালে ধরা পড়ল বিরল প্রজাতির রাজ কাঁকড়া।

আজ বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে জেলেদের কাছ থেকে রক্তাক্ত অবস্থায় কাঁকড়াটি উদ্ধার করেন উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা)-এর সদস্যরা। পরে প্রাথমিক চিকিৎসা শেষে দুপুর আড়াইটায় লেম্বুর বন সংলগ্ন সমুদ্র সৈকতে সেটি অবমুক্ত করা হয়।

উপরা’র আহ্বায়ক কে এম বাচ্চু বলেন, ‘আমাদের সদস্যরা সকালে লেম্বুর বন এলাকা থেকে কাঁকড়াটি উদ্ধার করেন। চিকিৎসা বিজ্ঞানে এটি অত্যন্ত মূল্যবান সম্পদ। এর বৈজ্ঞানিক নাম কার্টিনোকরপস রোটাংডিকরোডা। 

তিনি বলেন, এর রক্ত নীল। প্রায় ৪৫ কোটি বছর আগে বিবর্তিত হয়ে আজও প্রায় অপরিবর্তিত রূপে টিকে আছে বলে এদের ‘জীবন্ত জীবাষ্ম’ বলা হয়।’

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, দেশে এ কাঁকড়ার ব্যবহার না থাকলেও বিদেশে এর ব্যাপক চাহিদা রয়েছে। তবে প্রজাতিটি বিলুপ্তির ঝুঁকিতে আছে।

এ প্রসঙ্গে মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা একেএম মনিরুজ্জামান বলেন, “বিরল প্রজাতির প্রাণী সংরক্ষণ সবার দায়িত্ব। জেলেদের এ ধরনের কাঁকড়া শিকার থেকে বিরত রাখতে একাধিকবার প্রশিক্ষণ দেওয়া হয়েছে।