শিরোনাম
ঝালকাঠি, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ঝালকাঠি পৌর এলাকার ১২টি মন্দিরের পূজা উদযাপন কমিটির সঙ্গে মতবিনিময় সভা করেছে বিএনপি।
জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন গতকাল শহরের বার্গার ক্লাবে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন।
মতবিনিময় সভায় জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক অসিম কুমার সাহা, সাধারণ সম্পাদক সাংবাদিক আলোক শাহাসহ পৌর এলাকার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া এতে অংশ নেন পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান এবং জেলা বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন।
সভায় জেলা বিএনপির সদস্য সচিব শাহাদাৎ হোসেন বলেন, তাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন, ঝালকাঠি জেলার সব পূজামণ্ডপে হিন্দু ধর্মাবলম্বীরা যেন শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন করতে পারে এবং সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য জানানো হয়।