শিরোনাম
জামালপুর, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌরসভা এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল বুধবার এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন।
লিফলেট বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাজরাবাড়ী পৌর বিএনপির সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক এসএম তালাত মাহমুদ, যুগ্ম সম্পাদক মোসলেম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রুকনুজ্জামান রুকনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মোস্তাফিজুর রহমান বাবুল মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত নিরাপদ সমাজ গড়তে এবং গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিতে আহ্বান জানান।
বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য জানানো হয়।