বাসস
  ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৬

তিন দিন পিছিয়েছে চাকসু নির্বাচন, ১২-১৮ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে সকল পরীক্ষা

চট্টগ্রাম, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল সংসদ ও হোস্টেল সংসদ নির্বাচন তিন দিন পিছিয়েছে। আগামী ১২ অক্টোবর (রোববার) এর পরিবর্তে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৫ অক্টোবর (বুধবার) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে চাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, প্রার্থীদের অনুরোধ এবং নির্বাচন কমিশনের প্রস্তুতির কারণে নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে।

ড. সিদ্দিকী বলেন, আজ দুপুর ২টায় অনুষ্ঠিত নির্বাচন কমিশনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গতকাল শিক্ষার্থীদের সঙ্গে কমিশনের মতবিনিময় সভা হয়।

সেখানে উপস্থিত অধিকাংশ শিক্ষার্থী ও প্রার্থী ভোটগ্রহণের তারিখ পিছিয়ে দেওয়ার আবেদন করেন। কারণ হিসেবে তারা উল্লেখ করেন, প্রচারণার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাচ্ছে না। প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পরদিন ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। এরপর বিশ্ববিদ্যালয় খুললেও প্রচারণার জন্য মাত্র পাঁচ দিন সময় পাওয়া যাবে। অনেক শিক্ষার্থী এসময় বাড়ি থেকে ক্যাম্পাসে ফিরতে নাও পারেন। এসব কারণেই তারা নির্বাচনের তারিখ কয়েক দিন পিছিয়ে দেওয়ার অনুরোধ করেন। এছাড়া নির্বাচন কমিশনের প্রস্তুতিগত বিষয়ও রয়েছে। এরই প্রেক্ষিতে কমিশনের সভায় সিদ্ধান্ত হয়েছে, চাকসু, হল সংসদ ও হোস্টেল সংসদ নির্বাচন ১২ অক্টোবরের পরিবর্তে ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, কমিশন আরেকটি সিদ্ধান্ত নিয়েছে যে, নির্বাচনের পরদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সম্পূর্ণ বন্ধ থাকবে। এ ছাড়া শিক্ষার্থীদের আরেকটি দাবি ছিল- পরীক্ষার মধ্যে যেন তাদের নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে না হয়। সে জন্য নির্বাচনকে উৎসবমুখর করতে কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে, আগামী ১২ অক্টোবর (রোববার) থেকে ১৮ অক্টোবর (শনিবার) পর্যন্ত সকল পরীক্ষা বন্ধ থাকবে। তবে ক্লাস চলমান থাকবে।

এছাড়া তফসিল অনুযায়ী আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন থাকলেও নির্বাচন কমিশন তা আরও এক দিন বাড়িয়েছে। এমতাবস্থায় আগামীকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) পর্যন্ত প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। তবে প্রার্থীদের বিষয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির সময়সূচিতে কোনো পরিবর্তন হয়নি।

উল্লেখ্য, এবারের চাকসু নির্বাচনে ২৬টি, হল সংসদের ১৪টি এবং হোস্টেল সংসদে ১০টি পদে ভোটগ্রহণ হবে। চাকসু নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৫২১ জন। আগামী ১৫ অক্টোবর (বুধবার) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।