বাসস
  ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১০

চট্টগ্রামে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

চট্টগ্রাম, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): খাবারে প্রাকৃতিক মশলা ব্যবহারের পরিবর্তে অননুমোদিত কেমিক্যাল কেওড়া জল মেশানো, নিজস্ব মোড়কে খাবার পরিবেশনে মেয়াদ উল্লেখ না করা এবং জুস কর্নারে বাসি ফল ব্যবহার করাসহ নানা অনিয়মের দায়ে নগরীর জিইসির মোড়ে তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক ফয়েজ উল্লাহর নেতৃত্বে নগরীর জিইসি মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের বিষয়ে ভোক্তা অধিকার ফয়েজ উল্লাহ বলেন, মানুষের সুস্বাস্থ্যের তোয়াক্কা না করে খাবারকে অতি সুস্বাদু ও মুখরোচক করতে কাচ্চি ডাইন রেস্টুরেন্টকে খাবারে কেওড়া জল ব্যবহারের অপরাধে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও কেএফসি জিইসি শাখাকে নিজস্ব মোড়কে খাবার পরিবেশনে মেয়াদ উল্লেখ না করার অভিযোগে ২০ হাজার টাকা এবং জুস কর্নারে বাসি ফল ব্যবহার করার দায়ে ক্যান্ডিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ভোক্তাদের অজান্তে সব খাবারে পাম অয়েল ব্যবহার করার জন্য সতর্ক করা হয়েছে।

জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার চট্টগ্রামের উপ-পরিচালক ফয়েজ উল্লাহ।