বাসস
  ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২২

নীলফামারীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

নীলফামারীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প। ছবি : বাসস

নীলফামারী, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জেলার কিশোরগঞ্জ উপজেলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

ব্র্যাকের উদ্যোগে আজ মঙ্গলবার সকালে উপজেলার হাজিরহাট ব্র্যাক কার্যালয়ে দিনব্যাপী অনুষ্ঠিত এ ক্যাম্পের উদ্বোধন করেন, প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা।

মরিয়ম চক্ষু হাসপাতালের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ব্র্যাকের জেলা সমন্বয়কারী আকতারুল ইসলাম। এতে বক্তৃতা দেন, ব্র্যাক মাইক্রোফাইনান্স রংপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. মোস্তাফিজুর রহমান, বিভাগীয় সমন্বয়কারী আব্দুল মোনায়েম খান, মরিয়ম চক্ষু হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা লিমন সরকার প্রমুখ।

ব্র্যাকের জেলা সমন্বয়কারী আকতারুল ইসলাম জানান, দিনব্যাপী এ ক্যাম্পে তিন শতাধিক চক্ষু রোগীকে বিনামূলে্য চিকিৎসা প্রদান করা হয়।